কারো সমস্তটা জানতে নেই
না জানার ভিতর একটা রহস্যভোর
যতটুকু জেনেছো তাতে পেয়েছো আনন্দকুসুম?
ততটুকুই চেতনার রঙ?
পুরোনো বলে কিছু নেই যদি থাকে সতেজ মন
শুকনো ডালেও গজাতে পারে পাতা
ভালো থেকো সাদা বাড়ি
আমাদের গেরস্থ বাগানে কত রকম
সুরভি ফুলের ঘর
কত সুবাসে বিমোহিত
ক্লান্ত করে না দেহমন
অফুরন্ত সময় পার হয়ে যায়
থাক না, কিছু অমীমাংসিত প্রশ্ন
তাতে স্বস্তির উঠান আলো—ছায়া ধরে
রাখুক