কালবৈশাখী!কালবৈশাখী!
কোথায় তোমার ঘর?
উত্তর-পশ্চিম কোণে তোমায়
দেখি বরাবর।
হিমালয়ে বাড়ি হলে
মনটা হতো নরম,
বজ্রমেঘের বৃষ্টিতে ভাই
দেখাও তুমি চরম!
কালবৈশাখী! ‘তোমার’ ছোঁয়ায়
মধুমাসটা আসে,
আম,লিচু কাঁঠাল, জামের স্বাদ
পাই না অন্যমাসে।
দমকা হওয়ায় বৃষ্টি এলে
ভাসে ফলের গন্ধে,
ফলের গন্ধে পড়ি শত
বৃষ্টির ছড়া ছন্দে।
কালবৈশাখী! এসো যদি
দমকা হওয়ার বেশে,
আম কুড়াতে ভালো হতো
দারুণ পরিবেশে।
কোন্ কারণে হঠাৎ রে ভাই
করো বাড়াবাড়ি,
বজ্রমেঘের রূপ দেখালে
দেব তোমায় আড়ি।