মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কিচ্ছাগুচ্ছ

সোহানুর রহমান শাহীন

২৯ জুলাই, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ

কিচ্ছাগুচ্ছ - সোহানুর রহমান শাহীন

চাঁদকথা-১

এই অবেলায় তুমি জেগে!
আমি অবিরাম ছুটে চলি
নিদারুণ নিরাগ্রহ আবেগে।

চাঁদকথা-২

তোমাতেই নিহিত সুখপাঠ্য
এসো দীর্ঘ কবিতা ছেড়ে
মুখস্থ করি জীবন নাট্য।
তুমি গল্প ভাবো নিরালায়
তুমি আত্মমগ্ন সুর, অবেলায়
তুমি জীবন ভাসাও ভেলায়।

চাঁদকথা-৩

আজ বৃষ্টি এসে ধুয়ে নিলো অগ্নিদাহ,
ধূলিমলিন দেহের খবর যে বৃষ্টি রাখে
তাকে কী নামে ডাকতে পারি!
ক্যানভাসে জলচিত্র আঁকছি তারই,।

চাঁদকথা-৪

কবিতার মগ্নতা ছেড়ে ট্রেনের হুইসিলে কান পাতে বধির জাহাজ।

চাঁদকথা-৫

ভাতঘুমে স্বাগত জানিয়ে মাথার উপ্রে মমতার সূর্য হাতছানি দিচ্ছে-
ও-ও-ও কেশবতী ললনা,
বেলা যে গড়ান দিলো পশ্চিমের কোণে। সে খবর কি রাখা হচ্ছে!

সোহানুর রহমান শাহীন
Latest posts by সোহানুর রহমান শাহীন (see all)