দুনিয়াদারীর মধ্যে একদল ঘড়েল লোক আছে। তারা সমস্যা সমাধান করেন না, কিন্তু সমাধানে তাদের প্রচেষ্টাকে ফলাও করে প্রচার করেন।
তারা রোগের কারণ দূর করেন না, শুধু উপশম বাৎলে দেন।
মাছ ধরা শেখাবেন না, দুয়েকটা মাছ দান করবেন, এবং দানের এই বিষয়টি সবাইকে বারবার বলে বলে বুঝিয়ে ছাড়বেন তিনি ক্ষুধা দূর করার চেষ্টা করেছিলেন।