মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কুল ভাঙ্গা তরী

সরকার বাবলু

২০ মে, ২০২৩ , ১০:০০ পূর্বাহ্ণ ;

কুল ভাঙ্গা তরী

কুল কুল নদী 

বহে নিরবধি 

হতাম যদি ঢেউ 

অপলকে কেউ

তুলিত তরঙ্গ 

মারিত ভুজঙ্গ 

ডুবিত তরী

আহা মরিমরি 

আপনাতে ভাসি

জল রাশিরাশি

খেয়ে ঘুরপাক 

সয়ে যায় বাঁক

কী আহরণে 

সাগরের টানে 

ভেসে ভেসে চলি

বহতায় দলি

স্রোতেরও শৈবাল 

খরাকুলে মহাকাল

শেওলায় জীবন 

খড়কুটো  মন

হয়েছি ঝঞ্ঝাট

বইছি সমান্তরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *