কুল কুল নদী
বহে নিরবধি
হতাম যদি ঢেউ
অপলকে কেউ
তুলিত তরঙ্গ
মারিত ভুজঙ্গ
ডুবিত তরী
আহা মরিমরি
আপনাতে ভাসি
জল রাশিরাশি
খেয়ে ঘুরপাক
সয়ে যায় বাঁক
কী আহরণে
সাগরের টানে
ভেসে ভেসে চলি
বহতায় দলি
স্রোতেরও শৈবাল
খরাকুলে মহাকাল
শেওলায় জীবন
খড়কুটো মন
হয়েছি ঝঞ্ঝাট
বইছি সমান্তরাল।