মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কেউ নেই কেউই

অনন্যা জান্নাত

২০ মে, ২০২৩ , ১০:০৫ পূর্বাহ্ণ

কেউ নেই কেউই

কেউ একজন ছিলো যে চলে গেছে 

যার না যাবার কথা ছিলো 

সেই তো হুট করে চলে গেছে! 

যা ছিলো তার সবটুকুনই তো একেবার 

ভেঙে দিয়ে 

দুমড়ে মুচড়ে চলে গেছে! 

কিচ্ছুটিই  আর বাকি নেই হয়তোবা;

কিচ্ছুই না!

না আছে তার কোনো স্মৃতি, 

অপেক্ষা, ভালোবাসা 

আর না আছে

পুরনো সে পথের রেখায় 

ফিরে আসবার কোনো ইচ্ছে, 

আকাঙ্ক্ষা, অভিপ্রায়! 

সব এখন একেবার নিশ্চুপ নিথর নিস্তব্ধ;

যে  নীরবতাকে ভেঙে দিতে আজ আর কেউই নেই,

হুট করে এখন আর 

কেউই কখনও তো

ভালোবাসি বলে ওঠে না!