মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

খানিকবাদে দুপুর

শুভ্র সরকার

১২ আগস্ট, ২০২৩ , ৮:৩৫ অপরাহ্ণ

পেয়ারা গাছ, রোদের আরাম
এদিকে যা কিছু রোদ আর বিবিধ আশপাশ
যেন জন্মের বিভিন্নতায় মেলে ধরেছে
সতেজ দৃঢ়তম

বউ কথা কও পাখি ডাকে
পাখিটির ছা—পোষা হৃদয়

যেন দিন আধরোঝা চোখের মতন
এখানে আমার চারপাশে যতটুকু আত্মীয়তা
তাতে অমুক—তমুক নাই
ছায়ামলিনের আবেদন আছে