‘শনিবারের চিঠি’র সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হয়েছে গত ১ এপ্রিল। বড়ো একটা বিরতি দিয়ে আজ থেকে আবার প্রকাশ হচ্ছে সংখ্যাটি। গত সংখ্যায় তিনটি কবিতা, সাতটি ছড়া এবং একটি গল্প প্রকাশিত হয়েছিল। সব লেখাই ছিল সুখপাঠ্য। বাক্যের গঠন ছিল সুন্দর। তবে আমাদের অসতর্কতার কারণে কয়েকটি বানান ভুল রয়ে গেছে।
আশা করি আগামী সংখ্যা থেকে আমরা নয়, বরং পাঠকেরাই প্রতিক্রিয়া পাঠাবেন। আমাদের সমৃদ্ধ করবেন আপনার সুলিখিত সমালোচনা এবং পরামর্শ দিয়ে।