গরম এসে শরম গেল
উদোম হলো গা
হায়রে গরম কী যে চরম
থাকতে পারি না।
কারেন্ট এসে দেয় যে উঁকি
একটু পরে হাওয়া
চাই না এসি ফ্যানের বাতাস
বৃষ্টি পরম পাওয়া।
কোথায় গেল কারেন্ট বাবু
কোথায় তোমার বাস
তুমি বিনে জীবন আমার
সাড়ে সর্বনাশ।
কারেন্ট তুমি কোথায় গেলে
চাই যে তোমার সঙ্গ
তুমিহীনা অচল জীবন
কাঁদছে সারা বঙ্গ।