মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

গরম

নবীর হোসাইন

২০ মে, ২০২৩ , ১০:৩১ পূর্বাহ্ণ

গরম

গরম এসে শরম গেল

উদোম হলো গা

হায়রে গরম কী যে চরম

থাকতে পারি না।

কারেন্ট এসে দেয় যে উঁকি

একটু পরে হাওয়া

চাই না এসি ফ্যানের বাতাস

বৃষ্টি পরম পাওয়া। 

কোথায় গেল কারেন্ট বাবু

কোথায় তোমার বাস

তুমি বিনে জীবন আমার

সাড়ে সর্বনাশ।

কারেন্ট তুমি কোথায় গেলে

চাই যে তোমার সঙ্গ

তুমিহীনা অচল জীবন

কাঁদছে সারা বঙ্গ।