মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ঘর

মিসবাহ জামিল

১২ আগস্ট, ২০২৩ , ৮:৩৫ অপরাহ্ণ

নানান নিয়মে বাঁধা আছে—
এরকম সূচিত জীবন
জামিলের কাছে মনে হয়
অনাবাদি জমিনের বন

মাঝিগণ যেভাবে ভাসায়
হাওর অথবা গাঙে নাও
জীবন ভাসিয়ে সেরকম
শিখে নেব পৃথিবীর ভাও

কোনো দুঃখ-কষ্ট নাই বুকে
যেহেতু গাইতে পারি গান
দুঃখ তাড়ানোর জন্য নাই
এর চেয়ে বলিষ্ঠ কামান

ভিতরে মানুষ আছে এক;
নাম প্রীতিকণা সূত্রধর
পাখি হয়ে খড়কুটো দিয়ে
যেজন বাঁধতে পারে ঘর