মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ঘুড়ির কথা

রেজিনা ইসলাম 

২২ জুলাই, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ

ঘুড়ির কথা - রেজিনা ইসলাম

আমি ছিলাম ছোট্ট কাগজ নীল
দেখতে দারুণ চমৎকার ঝিলমিল
খোকা আমায় কিনে বানায় ঘুড়ি
নীল আকাশে ছটফটিয়ে উড়ি।

আমার মাঝে আটকে থাকে সুতো
হলদে রোদও দেয় যে কাতুকুতো
লেজটা আমার বিরাট যেন সাপ
দেখলে সবাই বলে বাপরে বাপ!

নীল আকাশে উদাস বায়ু বয়
লাল ঘুড়িটা সঙ্গী আমার হয়
ওকে আমার মনের কথা বলি
একই সঙ্গে উড়ে উড়ে চলি।

ওমা একি লাল যে দেখায় ভয় !
থেকে থেকেই মরার কথা কয়
বন্ধু হয়ে আমার সূতো কাটে
মুখ থুবড়িয়ে ছিটকে গেলাম মাঠে।

ছুটে এলো দস্যি ছেলের দল
আমায় নিয়ে সেকি কোলাহল
হ‌ইচ‌ই বেশ চলল বেশুমার
ধুলোকাদায় হলাম একাকার।

এখন আমি শুধুই কাটা ঘুড়ি
সাধ নেই আর আকাশজুড়ে উড়ি।