বিকেলবেলায় আকাশ পাড়ে
উড়ছিল কে?— পাখি না!
আজগুবি নয়! বলছি শুনো
খবর যারা রাখি না।
স্বপ্ন বুঝি?—নয়তো মোটেই ,
আচ্ছা কেনো রাগ যে?
আকাশ পাড়ে উড়তে থাকা
সেই পাখি যে কাগজে;
বুদ্ধিও নেই! টাটকা বোকা
খাও চিড়ে গুড়, মুড়ি রে…
উড়ছিল বক, চিলের ভিড়ে
নাটাই-বিহীন ঘুড়ি রে।