মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

চৌদ্দ বছর পরে কী দিয়ে বরণ করি

এম এ শোয়েব দুলাল

১ অক্টোবর, ২০২৩ , ১০:২২ পূর্বাহ্ণ

চৌদ্দ বছর পরে চারা বটতলায়
হয়তো বা বিনির্মান হয়েছে বহু ইমারত
সবুজ খেত দখল হয়েছে আকাশ ছোঁয়া দালানে।

নিশ্চই বট গাছটি কেঁটে দেয়া হয়েছে
দুষ্টু শিশুর দল, অচেনা পথিক, উদাসী কবি
গাছটির ছাঁয়ায় আর বসে থাকে না।

চাঁদ আর সূর্যের আলোয় একা একা দোল খায়
চারাবটতলা, ভোরের আকাশে ভেসে বেড়ায় পাখির দল
কী দিয়ে বরণ করি তোমাকে বলো।

স্মৃতি বিজড়িত তোমাদের গ্রাম
সেই স্কুলপাড়া এখন স্মৃতির উঠোন।

দীর্ঘ পথ মাড়িয়ে তোমার বোনের বাড়ী
মেঠোপথে হেঁটে চলা
দু’পাশে সবুজের খেত ধানের শীষে শিশির বিন্দু
দুরে দুরে কৃষকদের বাড়ী, সুপারী বাগান গাছ গাছালী
সব কিছুই মনে পড়ে চৌদ্দ বছর আগের তোমাদের গ্রাম।

তুমি ভীষণ অতিথি পরায়ণ
কী দিয়ে বরণ করি তোমাকে বলো।