মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ছিন্ন হলো আশা, সকল ভালোবাসা

জয়িতা নাসরিন নাজ

২০ মে, ২০২৩ , ৯:৫৯ পূর্বাহ্ণ ;

ছিন্ন হলো আশা, সকল ভালোবাসা

কেউ ছেড়েছেন ঘরের উঠান 

কেউ ছিঁড়েছে  বাড়ি 

জড়োসরো মনের আবেগ 

কষ্ট তাড়াতাড়ি। 

কেউ ছেড়েছেন মনের সুতো

কেউ ছিঁড়েছে পণ

আবেগ যখন উথলে ওঠে 

হারায় আপনজন। 

কেউ ছেড়েছেন লাটাই হাতে 

কেউ ছিঁড়েছে কথা 

সাতসমুদ্র তেরো নদীর

স্বপ্ন যথাতথা। 

কেউ ছেড়েছেন আকাশ বাতাস 

কেউ ছিঁড়েছে টান

মায়ার বাঁধন ছিন্নভিন্ন 

সুর হারিয়ে গান।

কেউ ছেড়েছেন সাধন ভজন 

কেউ ছিঁড়েছে তার

দায়িত্ব আজ আস্তাকুঁড়ে

দায়িত্ব সম্ভার  । 

কেউ ছেড়েছেন জুতোর আঠা

কেউ ছিঁড়েছে গুণ 

মুখ পুড়েছে তিন-তিনবার 

রঙিন  সাদা চুন। 

আলোর পথে যাত্রা ছিলো

স্বপ্ন  ছিলো ফাঁকা 

কেদার বাবুর বসত গুনেই

চলন আঁকাবাকা। 

মুখের বাণী কেউ ছেড়েছেন 

কেউ ছিঁড়েছে মাঠ

সাবাস মানুষ আলিঙ্গনে 

পর-পুরুষের ঘাট। 

এখন খাঁ খাঁ শূন্য মাঠে 

খেলার সুযোগ নাই

আবেগ বিদায় হাজার কালে 

গরম ভাতে ছাই। 

মর্ম পরশ কর্ম গুণে

ছিন্ন হলো আশা 

হারিয়ে গেলো আকাশ কুসুম 

মধুর ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *