মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

জীবন্ত সেরা

এস এম সাথী বেগম

১৩ মে, ২০২৩ , ১২:৪৯ অপরাহ্ণ

জীবন্ত সেরা

পিতা তোমার বজ্রকণ্ঠ কোটি বাঙালীর

রক্তকে আন্দোলিত করে

বেঁচে থাকার প্রেরণা পায়

লাল সবুজ পতাকার তলে

শাপলা ফুলের দল মেলতে

শিস দিয়ে দোয়েল বলে যায়

বঙ্গবন্ধু তুমি আছো সবার চেতনায়,

তুমি সেই সেরাদের সেরা কবি।

চশমার পুরো গাঢ় লেন্স

হাতের পাইপের আর কালো কোর্টে

আজ আর বিমুর্ত লাগে না

যেনো জ্বলজ্বল করে সোনালী

আভায় বাঙলার আকাশ বাতাসে

তোমার ডাক নির্দেশনা দিয়ে যাচ্ছে।

পিতা তুমি আছো নবজাতকের 

হাসির মাঝে আর বাঙালির সত্তা জুড়ে।

এস এম সাথী বেগম
Latest posts by এস এম সাথী বেগম (see all)