জৈষ্ঠ্যের প্রথম প্রহরে বৃষ্টি,
যেন বিধাতার অনন্য সৃষ্টি,
পরছে বৃষ্টি লেবুর শাখা ছুঁয়ে,
জারুল ফুলেও পরছে বৃষ্টি চুয়ে,
শীল পরে টিনের চালে শব্দ হচ্ছে,
মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে,
ভেজা মাটির নেশা ভরা গন্ধে,
জেগে উঠছে জীবন নতুন ছন্দে,
প্রকৃতি যেন এমনি শান্ত শীতল রয়,
অতিষ্ঠ গরমে কেউ যেন কষ্ট না পায়,
হে আল্লাহ তোমার রহমত দাও গো মোদের ভরে,
বৃষ্টির মধ্যে দিয়ে সকল গোনাগুলো পড়ুক ঝরে।