মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

জোৎস্না বিলাস

এস. এম. আরিফ

১৩ মে, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ ;

জোৎস্না বিলাস

গভীর অরণ্যে এখন বসবাস

তবুও অক্সিজেন স্বল্পতায়;

মাঝে মাঝে হৃদ যন্ত্রে

লৌহিত কণিকার প্রবাহ থমকে যায়!

স্বপ্নরা তখনো থেমে থাকে না,

নর্দমার কালো জলে

সুনীল আকাশ দেখতে পায়।

আর অমাবস্যার ক্ষীণ আলোয় করে

অনিন্দ্য জোৎস্না বিলাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *