ঝরঝর ঝরছে বৃষ্টির পানি পড়ছে,
করকর করছে বাড়ি সহ নড়ছে।
শনশন বইছে গাছ হেলে রইছে
পরপর পড়ছে ঝর—ঝঞ্জা সইছে।
টপটপ পড়ছে ছাতা বেশ উড়ছে
তরতর বাতাসে গাছপালা ঘুরছে।
ঝপঝপ পড়ছে আমগুলো দুলছে
টুকটুক খুঁটছে শিশুর কপাল খুলছে।
ঘরঘর চারদিক বাড়িঘর পড়ছে
ধরধর লোকজন পড়িমরি ধরছে।
ফরফর জলডেউ লোকালয় ঢুকছে
ভয়ভয় প্রাণিকুল কেঁপেকেঁপে ভুগছে।
দুলদুল নৌকা, নদীর জলে ডুবছে,
তরতর করে মাঝি জল খায় খুব’যে।
নিকনিক জল—মেঘ সুঁচ হয়ে ফুঁটছে,
গোল গোল ঝড়টা চারদিক ঘুঁটছে।
গড়গড় গড়ছে চোখের গরম জল,
মরমর মরছে, মরার পড়ছে ঢল।
ঝড় ঝড় ঝড়ের তোড়ে হচ্ছে সর্বনাশ,
পরপর পড়ছে সব মানুষের দির্ঘশ্বাস।