মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তার নাম শেখ মুজিব

মনজিল মুরাদ লাভলু

১৯ আগস্ট, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ

একটি মধুমতি একটি টুঙ্গীপাড়া
একটি খোকা একটি প্রতিবাদী কন্ঠস্বর
তার নাম শেখ মুজিব।
কিছু গান কিছু শ্লোগান
কিছু সংগ্রাম কিছু অধিকার
কিছু শান্তির কপোত
তার নাম শেখ মুজিব।
ওইযে আগুন ওইযে ফাগুন
ওইযে তর্জনী ওইযে রেসকোর্স
ওইযে নেতা ওইযে পিতা
ওইযে বজ্রকন্ঠ
তার নাম শেখ মুজিব।
ওইযে শহীদ ওইযে বদ্ধভূমি
ওইযে আকাশ ওইযে সাগর
ওইযে একাত্তর
তার নাম শেখ মুজিব।
ওইযে শহিদ মিনার ওইযে স্মৃতিসৌধ
ওইযে পতাকা ওইযে মানচিত্র
ওইযে সোনার বাংলা
তার নাম শেখ মুজিব।
ওইযে জুলিও কুরি
তার নাম তো শেখ মুজিব।