মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তাস নয়

সাজিয়া সুলতানা মিম

১৫ জুলাই, ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ

তাস নয় - সাজিয়া সুলতানা মিম

রাতের মেঝেতে চিরকুট পুড়িয়ে তার রং-এ স্নান করে ঠোঁট!
অথচ স্মৃতি স্পষ্ট গাঢ় নীল দাগ মেটাতে ব্যস্ত,
জীবন তো জীবনের তাগিদে ছুটে চলে..
বড্ড কঠিন রকম সুন্দর,
কিন্তু!!!
তাস নয়।