মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তিনি কবিই ছিলেন, আমলা হতে চান নাই

সরকার আমিন

২৭ মে, ২০২৩ , ৯:০৪ পূর্বাহ্ণ ;

তিনি কবিই ছিলেন, আমলা হতে চান নাই

……………………….একবার কুমিল্লায় এক অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হলো। আয়োজকরা বললেন, হাবীবুল্লাহ সিরাজী আসবেন। ট্রেনের টিকিট কেটে দেই? একসাথে আসুন। আমি দুষ্টুমি ছলে বললাম, আরে না না, বৃদ্ধ-বিখ্যাত কবিদের ট্রেনে এতক্ষণ সহ্য করতে পারব না। আমি আলাদা আসব। 

তারপর সময় বহিয়া গেল।

হাবীবুল্লাহ সিরাজী আসলেন বাংলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে। মহাপরিচালকের ঘরে বসল সিনিয়র কর্মকর্তাদের বৈঠক। সিরাজী ভাই, হাসতে হাসতে বললেন, সরকার আমিন, দুইঘণ্টা ট্রেনে আমাকে সহ্য করতে রাজি ছিলেন না। এখন তিনবছর সহ্য করতে হবে। প্রথমে কথাটা আমি বুঝি নাই। পরে মনে পড়ল। তার মানে কুমিল্লার আয়োজকরা সিরাজী ভাইকে কথাটা বলে দিয়েছিলেন! হায়!

তাঁর সাথে কয়েকটা বছর কাজ করতে পেরেছি। সবসময় সম্মান ও স্নেহ দিয়ে কথা বলেছেন। একবারের জন্যও কোন কিছু বিস্বাদ লাগেনি। আমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন কাজে। বলেছিলেন, সরকার অমিন দুইদিন পরে তো দেখা হবে আজিজ মার্কেটেই। আমাকে ‘স্যার’ ডাকার দরকার নাই। আমি প্রকাশ্যে মিটিংগুলোতে তাকে স্যার বা ভাই কোনোটাই ডাকি নাই। কিন্তু ফোনে সবসময়ই ভাই ডেকেছি। এই ভাই ডাকটা ছিল আন্তরিক। তিনি কবিই ছিলেন, আমলা হতে পারেননি। চানও নাই। আজ সিরাজী ভাইয়ের অনন্তে মিশে যাবার দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *