মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তিরতির

নুসরাত নুসিন

১৭ জুন, ২০২৩ , ১১:১৭ পূর্বাহ্ণ

তিরতির

এই যে জীবন আর এই যে দিকের নৈর্ঋত— 

সবটুকু বক্রতা দিয়ে ফিরে যায় সেও। 

এইসব সংক্রমণ বাণ আর গান—

দুপুর পেরোনোর আগেই একটি বিকেলের কাছে পৌঁছে যাচ্ছি

একটি গানের কাছে লিখে রেখেছি কলাফুলের সমূহ অক্ষর

কাছেই আমলকি বন—তার কাছে জমা প্রিয় কল্কেফুলের ঋণ

পায়ে হাঁটাপথ— ঘাসের লকলকে ডগা ছুঁয়ে যাই

অভিগত আঙুলের কাছে আরেকবার সুতো হতে চাই

শালফুলের ডাক অকস্মাৎ পেয়েছি। পলকে পালক রেখেছি।