এই যে জীবন আর এই যে দিকের নৈর্ঋত—
সবটুকু বক্রতা দিয়ে ফিরে যায় সেও।
এইসব সংক্রমণ বাণ আর গান—
দুপুর পেরোনোর আগেই একটি বিকেলের কাছে পৌঁছে যাচ্ছি
একটি গানের কাছে লিখে রেখেছি কলাফুলের সমূহ অক্ষর
কাছেই আমলকি বন—তার কাছে জমা প্রিয় কল্কেফুলের ঋণ
পায়ে হাঁটাপথ— ঘাসের লকলকে ডগা ছুঁয়ে যাই
অভিগত আঙুলের কাছে আরেকবার সুতো হতে চাই
শালফুলের ডাক অকস্মাৎ পেয়েছি। পলকে পালক রেখেছি।