মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তুমি কার

ব্রজ গোপাল রায়

২৯ জুলাই, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ

তুমি কার - ব্রজ গোপাল রায়

কবিতা সবার সয় না
রয় না সবার কাছে
তবুও আমরা ছুটি
ওর পিছে পিছে।

ও কেবল কাড়তে জানে
হৃদয়ের সম্বল
সারাক্ষণ বুকের ভিতর
করে কোলাহল।

ওগো কবিতা সর্বনাশী
বলো তুমি কার
কবে ফিরে দেবে আমার
কবিতাহীন সংসার?