মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোমারে ভুলতে দেয় না 

সাজিয়া সুলতানা মিম

৩ জুন, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ

তোমারে ভুলতে দেয় না

একটা দমবন্ধ জানালা..

কাকের ঠোঁটে কৃষ্ণচূড়া ফুল,

ভোরের আলোকিত মিথ্যে শহর!

তোমারে ভুলতে দেয় না।

ক্রমশই ভেতর দুমড়ে মুচড়ে পড়ে আছে কার্নিশে,

মরে বেঁচে আছি স্মৃতির বিষে..

শূন্য খাঁচায় পোড়া মনের ছাইবন্দি!

ঠিকানাহীন আমি, নেই আর কোনো সন্ধি।