মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোর্সা আসবে বিকেলে 

খালেদ হোসাইন

১৭ জুন, ২০২৩ , ১১:২৩ পূর্বাহ্ণ

তোর্সা আসবে বিকেলে

ছিল একটা আশার কথা

সকালবেলায় আসার কথা 

আসবে সে বিকেলে 

সোনা দিয়েই বাঁধাই বিকেল

নয় তো তা নিকেলে। 

মিনিট যাবে, ঘণ্টা যাবে 

ছুটে ছুটে মনটা যাবে 

ওর তো আছে অনেক কাজ

কাজরা করে কুচকাওয়াজ। 

ঘুম ভাঙবে আড়মোড়ায়

বসবে গিয়ে কার মোড়ায়?

এটা অসংবাদিত

সঙ্গে থাকবে দাদি তো!

করবে গোসল পরবে জামা

ছোট্ট একটা টিপ

সমুদ্দুরের এক কোনাতে

কাজল কালো দ্বীপ। 

খাওয়া দাওয়া আর বেড়ানো 

বাড়ির আঙিনায়

গাছগাছালির ওপর দিয়ে 

পক্ষী উড়ে যায়।

গাছেরা ফুল ফুটিয়ে রাখে

ফুলেরা হাত গুটিয়ে রাখে

খুশিতে ওর চোখ বুজে যায়

প্রগাঢ় নিদ্রায়। 

চোখ খুলতেই ওর যে মামা

গরমকালের সাদা জামা

তোর্সা দেখে– হাত বাড়িয়ে 

দাঁড়িয়ে আছে ঠায়।

দাদি আছে, চাচা আছে 

আন্টি কাজিন সবাই কাছে 

আদরে আর ভালোবাসায়

হৃদয় নাচায়।

তারপরে কী? চড়বে গাড়ি 

আসবে চলে নানাবাড়ি 

সৃজনাবাস, আমবাগান তো

আছে প্রতীক্ষায়!