মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

তোর্সা পরে চুড়ি

খালেদ হোসাইন

২৯ জুলাই, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ

তোর্সা পরে চুড়ি - খালেদ হোসাইন

অনেক সময় পরে
নানা এলো ঘরে
তোর্সা যে চুড়ি পরেছে
দেখবে কেমন করে?

তাই সে এলো কোলে
নাচের মুদ্রায় হাত দুটি তার
দোলে
মাথাতে হাত তোলে..
কার সাধ্য রঙিন চুড়ি
দেখবে না এর পরে?

দেখে নানা উচ্ছ্বসিত
আর তোর্সা তাতেই প্রীত।