মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

দাবা

মাহবুবা হক কুমকুম 

২২ জুলাই, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ

দাবা - মাহবুবা হক কুমকুম

খেলবে নাকি? খেলবে দাবা?
আনবো দাবা? বলেই বাবা
দাবার ছকটা আনেন পেড়ে বাড়িয়ে দুই থাবা।

মুখ রাঙিয়ে পানের রসে
দুই দাবারু খেলতে বসে।
কুঁচকে দু’চোখ পা নাচিয়ে চলছে তাদের ভাবা।

দেখতে খেলা আসলো কুতু
লেজ নাড়িয়ে ঢুকলো ভুতু
ওদের সংগে আসে ওদের মালিক; নামটি আভা।

ওদিকে দ্যাখ খাবার ঘরে
চায়ের কাপে চামচ নড়ে
বড়দা হেঁকে জিগেস করে, তোমরা কি চা খাবা?

দুই দাবারু একশা’ ঘেমে
চাল চেলে যায় থেমে থেমে।
মামার চালে ঘায়েল বাবা। এবার কোথায় যাবা?

বাবার ঘোড়া গিললো হাতি
মামার চোখে নিভলো বাতি
এই গেল রে মন্ত্রীখানাও মামা পুরাই হাবা।

মা যদি দেয় খাওয়ার তাড়া
বাবা বলে, পড়বো মারা
রাজ্য গেলে। এই রাজাকে কোথায় তখন পাবা?