মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

দুটো ছড়া

রেজিনা ইসলাম

৫ আগস্ট, ২০২৩ , ১২:৪৮ অপরাহ্ণ

চড়ুই ছানা

তুলতুলে এক ছোট্ট চড়ুই ছানা
কুটুস কাটুস খাচ্ছে মিহি দানা
কিচিরমিচির গাইছে আহা গানা
ধরবে তুমি? না না, না না, না না।

সুপ্তির ছড়া

সুপ্তিমণি দৌড়ে এসে, বললো যে তার মাকে
বৃষ্টি হলে প্রজাপতি, কোথায় বসে থাকে?
মা হেসে কয় ফুলের সাথে, খেলাধূলায় মাতে
ফুলের কলি হয় যে ছাতা, বৃষ্টি ঝরা রাতে।