মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ধরাবাঁধা গোলক ধাঁধায়

এস এম আনোয়ার আজাদ

২৩ সেপ্টেম্বর, ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ

কে আছে এমন, কারে শুধাবো,
নির্বিকার চিত্তে কোন তালে চলবো
আশার প্রদিপ জ্বালাবার সুযোগ নাই
মুহুর মুহুর স্বাধের মরণ খবর পাই।

আনন্দে কষ্টভারে আকাশসম হয়েছে মন।
জানি না কতদূর! হবে কিনা নিবিড় আয়োজন।
মহাজনি সেজে নাটকিতে, বধির সুখের আভায়।
আশায় চিন্তায় চেতনায় পড়েছি গোলকধাঁধায়।

সময় আছে কার! শক্তি প্রয়োগ মেলা ভার।
সঞ্চারিত শক্তি কেবল দয়াময়ের করুণা।
তিলে-তিলে টিকে রাখা নিয়ম নীতির বাঁধ।
সে বাঁধ ভাঙ্গার চেষ্টায় মত্ত ঠেকে যাওয়া সময়।

করুণা কামীর পানে চাও হে করুণাময়।
শক্তি দাও, বিশ্বাস বাড়াও, ভরিয়ে দাও হাত,
সচল করিও প্রাণ, সর্ব শক্তিমত্তার গুণে।
হারিতে নয়, পারিতেই হবে শ্রেষ্ঠ সৃষ্ট গুণে।