তোমাকে নদী ভেবে যদি ঝাঁপ দিই জলে
মাছ ভেবে যদি নাচ দেখাই তোমার অঞ্চলে
মুদ্রণ ভুলে গিয়ে কূলে উঠে জলে নামি ফের
আহত করো না হৃদয়, ভালোবাসা চাঁদের।
তোমাকে মেঘ ভেবে যদি কাতর হই বারবার
তোমাকে আবেগ দিয়ে যদি পাতি কথা-সংসার
জলে ঢেউ তুলে ভুলে কোথাও যেও না নদী
এই মনে সংগোপনে বয়ে যাও— চাই নিরবধি।
আমরা একা হবো, হারিয়ে যাব, হবো আমোদী।