দিন পেরোলে রাতের আবেশে ঘুম লেগে যায় চোখে;
কষ্ট জমে, মনের পাহাড়ে নানা’কে হারানো শোকে!
নানাকে আমার স্বপ্নে দেখি নানাকে খুঁজি তারায়-
নানাকে আমার চাঁদ মনে হয় আঁধারে শুধুই হারায়…
হারিয়ে ফেলি খুঁজিও আবার মেঘে-মেঘে ভেজা ঘাসে,
পুবের পুকুরে, সরপুঁটি সাজে নানা-কেই দেখি হাসে…
নানা-কে দেখি বুড়ো অতীতে ছেলেবেলা জুড়ে আছে,
নানা-কে দেখি বাড়ির উঠোনে কুমড়োর গাছে-গাছে…
চোখের জলেতে ঢেউ বয়ে যায়। স্মৃতির ফুলেরা ফুটে;
সোনালি রূপালি কত স্মৃতি আহা দুলিয়ে দুলিয়ে ওঠে,
দুলিয়ে ওঠে বৈশাখী মেলা জেগে ওঠে সাথে তারা,
জেগে ওঠে আরও হাজারো স্মৃতি মনকাড়া, মনকাড়া …
কত যে আমার হাজারো স্মৃতি মেঘের আড়ালে গেলো!
আজ কেন লাগে চারপাশ জুড়ে সীমাহীন এলোমেলো?
কত আর বলি, লিখিব কতই সোনালি অতীত আহা!
হীরের চেয়েও দামি-দামি লাগে আমার কাছেই তাহা।