আমার মাথায় হাজার নারীর গহনা- কারণ আমি একজন ফেরিওয়ালা!
ত্রিশের ঘরের জোড়া সংখ্যা বারবার- আমাকে শুনতে হয়-
কারণ আমি একজন ছোটো কাপড় বিক্রেতা!
সেইদিন বাহিরের খোলা দরজায় এক নারীপ্রেম তাকিয়েছিল! ভাবছি তাকে একটা উপহার দিব-
আমি বলেছিলাম-
বত্রিশ?
তিনি বলেছিলেন-
না!
আমি বলেছিলাম-
চৌত্রিশ?
তিনি বলেছিলেন-
না!
আমি বলেছিলাম-
ছত্রিশ?
তিনি বলেছিলেন-
না!
আমি বলেছিলাম-
আটত্রিশ?
তিনি বলেছিলেন-
আমি একজন ধর্ষিতা নারী-
আমার জীবনে কোন সংখ্যা… গহনার প্রয়োজন নেই!