মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নিঃস্বতার দীর্ঘ আকাশ

মাহবুবুল ইসলাম 

৫ আগস্ট, ২০২৩ , ১২:৪৪ অপরাহ্ণ

কখনো কখনো প্রগাঢ় নিস্তব্ধতার মধ্যেও
রচিত হয় অবদমনের দীর্ঘ কবিতা
কবির গহন শোক অনন্তের গোলাপ ফোটায়
তোমার অবজ্ঞায় করোজ্জ্বল রোদো হয়ে যায় ফিকে
তুমি উচ্ছাসের পতাকা ওড়াও, আমি যাই নিঃস্বতার দিকে।