মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নিভৃতচারী 

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ

৩ জুন, ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ

নিভৃতচারী

কবির মৃত্যু হয়েছে 

বুকের ভেতর কফিন নিয়ে

হাঁটছি, হাঁটছি নিভৃতচারী হয়ে।

পাণ্ডুলিপিটাও হারিয়ে গিয়েছে 

কালরাত্রির অভিশাপ পড়েছে

কাব্য প্রেমিকের করতলে।

প্রবল বজ্রপাতে আগুন লেগেছে

কবি নজরুল, জীবনানন্দ আর

মির্জা গালিবের পংক্তিমালায়।

কবিতার আসরে চলে হাহাকার 

শোকসভা, স্মারকগ্রন্থ চলছে জোরেশোরে।

শুধু কবি নেই, নেই কোনো পংক্তিমালা

আছে শুধু শূন্যতা, সুনসান নীরবতা। 

কবির মৃত্যু হয়েছে

আমি হাঁটছি নিভৃতচারী হয়ে।