মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নির্বাচিত স্ট্যাটাস

মুগ্ধতা.কম

২৯ জুলাই, ২০২৩ , ১২:৫১ অপরাহ্ণ

নির্বাচিত স্ট্যাটাস - ইফতেখার মাহমুদ

ভালো মানুষদের সাথে থাকলে আমরাও ভালো হবো, সুন্দর এই কথাটা কিন্তু সবসময়ের সত্য নয়।

গুণী ব্যক্তিই আমাদের বড় করে দেবে- জীবনে এরকম ঘটে না, যদিও আমরা গুণীদের ঘিরে তাই মনে করতে থাকি।

মানুষ ভালো হয়, ভালোবাসায়।

তার ত্যাগী হতে, পরিশ্রমী হতে, উদার হতে, ক্ষমাশীল হতে, অনন্য কিছু হতে বাধা থাকে না, যখন সে ভালোবাসার কাছাকাছি থাকে।

যে আমাদের মহৎ করে দেয়, বাবা মা ভাই বোন খালা ফুফু চাচা মামা দাদী নানী বন্ধু প্রেমিকা পথসাথী, যেই হোক না, সে আমাদের আসলে, ভালোবাসে।

অথবা এ কথাও ঠিক যে, আমরাও যাকে ভালোবাসি, তার কাছে নিজেরা নিজেদের চেয়ে মহৎ হয়ে উঠি।

কী আবেশ মাখা এক অপার্থিব জীবন!

ভালোবাসার মতো, জীবন ধরে রাখা অধরা আলো আর কিছুতে নেই।