মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নীল জোছনায়

শ্রাবণ বাঙালী

১৩ মে, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ

নীল জোছনায়

জোছনার গাঢ় নীল আবরণ ভেদ করে-

তেপান্তরের মাঠ পেরিয়েছি আমি।

নীল চোখের পলক তখনও পড়েনি 

জেনে রাখ সে রাতের প্লাবনে কত মাঠ প্লাবিত হয়েছে।

মা তুমি যেন রাখ তোমার ছেলেরা আজও জেগে আছে।