নীল দিগন্ত ছুঁয়ে
নীলে নীল হয়ে
মেঠোপথ বেয়ে
কোথায় চলেছো তুমি
বলবে কি?
কার সাথে এত কথা
হেঁটে হেঁটে কথা বলা
চোখ পেতে আমি রই
কোথা যাও তুমি সই?
পিছনে ঝোলানো ব্যাগ
গলায় পরেছো মালা
পায়ে সবুজ চপল
কিছুটা চঞ্চল অযাচিত বলা।
পিছনে ফেলে এসেছো
শত শত গাছগাছালি
আরো কতদুরে যাবে তুমি
নীল দিগন্ত ছুঁয়ে চম্পাকলি।