মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

পতপত টুপটুপ

আদিল ফকির

৯ সেপ্টেম্বর, ২০২৩ , ১:০০ অপরাহ্ণ

ছুপছুপ টুপটুপ
পড়ে বৃষ্টি
চুপচাপ শুনশান
ঘরে দৃষ্টি।

ঝমঝম গমগম
পড়ে বৃষ্টি
কলকল ছলছল
হবে সৃষ্টি।

গপগপ টপটপ
খাবার বেলা
মিনমিন পিটপিট
কামড় ঠেলা।

ঘেউঘেউ মিউমিউ
প্রাণির ডাক
ঘচঘচ কচকচ
কাটার হাক।

প্যাঁ পু ব্রাজিল
আরজেন টিনা
বাঙালি তর্কে
নেইকো মানা।

চুপচাপ কথাকম
মোরা ভাইভাই
পতপত পতাকা
উড়বে সাঁইসাঁই।