মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

পুকুরজীবন

আনোয়ার হোসেন আকাশ

২৩ সেপ্টেম্বর, ২০২৩ , ৭:১২ অপরাহ্ণ

শৈশব?
সে বড় বেদনাময়।
স্মৃতি হাতড়ালে দেখি,
চামঘাসের ভর্তা;
আর খুদভাতে ইস্থির সময়।