ছোট্ট এই শব্দটাই জীবনের সবচেয়ে বড় সত্য!
দেড় যুগ ধরে প্রতীক্ষা করেছি পৃথিবীতে শান্তি নেমে আসার জন্য ..
অপ্রত্যাশিত আঘাতের দগদগে ক্ষতগুলো শুকোনোর জন্য..
নতুন কোনো ঝড়ে সবকিছু তছনছ না হওয়ার জন্য..
বিপথগামী মানুষগুলোর নিজ পথে ফেরার জন্য…
বৃষ্টির মতো ভালবাসায় স্নাত হওয়ার জন্য..!
অথচ, প্রতীক্ষার শেষ হয়নি।
অতঃপর….
ধ্বংসস্তুপের ভেতর থেকে বেরিয়ে আসবার প্রতীক্ষা..
মৃতমানবী পরিচয়টা চিরতরে মুছে ফেলবার প্রতীক্ষা..
মৃতস্বপ্নগুলো কবর ভেঙে আকাশে ওড়াবার প্রতীক্ষা…
কিন্তু……..
প্রকৃত প্রতীক্ষা হলো,
প্রতীক্ষার শেষ হবে, এই দুরাশা ছেড়ে দেয়ার প্রতীক্ষা
পৃথিবীর রক্তচক্ষুর আড়ালে চলে যাবার প্রতীক্ষা
সমস্ত টানাপোড়েন চির অবসানের প্রতীক্ষা
অর্থাৎ, চূড়ান্ত মৃত্যুর জন্য অধৈর্য অপেক্ষা।