এখানে একটা সুন্দর নদী
গান গাইতো মধুর
দূর বহুদূর নদী যেত চলে
যেত সে সমুদ্দুর।
এপাড়ের ভাষা ওপাড়ের আশা
ছিলো দু’কূল সরব
জেলে ধরে মাছ শখের শিকারী
কত তার কলরব।
বালু দিয়ে দাঁত মাজি গাও ধুতে
চিরিত চিরিত কুলি
সেদিন কি আছে? হারিয়েছে সব,
বহুদিন গেছি ভুলি।
প্রাণের সে নদী বয়ে বয়ে যেত
ভরপুর ছিলো কূল
ভেসে যেত নাও ধুতে ধুতে গাও
সব কী হুলস্থুল!
তিস্তার জল কত ছলছল
আর সেই কোলাহল,
নাই তার কিছু অপুষ্ট শিশু
হাহাকার নিচুতল।
যদি হতো আরেক ভূমিকম্প
সব মাটি ছেদভেদ
জেগে ওঠে ভরোভরো খরতর
হতো যাত্রা সফেদ।