মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

প্রিয় নজরুল

মজনু মিয়া

২৭ মে, ২০২৩ , ১১:৫৪ পূর্বাহ্ণ

প্রিয় নজরুল

গান শুনিয়ে মন কেড়েছো

প্রিয় কবি নজরুল, 

বিদ্রোহী সব লেখার আগুন

বুকে প্রিয় বুলবুল।

থাকবো না কো বদ্ধ ঘরে

শিশু মনে দিয়ে, 

জগৎটাকে চিনাই দিলে

আংগুল হাতে নিয়ে।

জীবন যুদ্ধে প্রিয় কবি

তুমি নানান কাজে,

তবু লেখায় মিশে আছো

ভালোবাসার মাঝে।