নবীন প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক ও পাঠকের মিলন মেলায় রংপুরের বদরগঞ্জে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপি উপজেলা সাহিত্যমেলা ২০২৩।
তৃণমূলের লেখক সাহিত্যিকদের সৃজনশীল সাহিত্য কর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে গত ২৭ ও ২৮ জুলাই ২০২৩ ইং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বদরগঞ্জ উপজেলা প্রশাসন এ সাহিত্যমেলার আয়োজন করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনের যমুনেশ্বরী মঞ্চে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রংপুর ২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট কবি ও ইতিহাস গবেষক আবুল কাশেম সরকার।
প্রধান বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের লিখিত ভাষণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত প্রতিনিধি হিসেবে পাঠ করেন সরকারি গণগ্রন্থাগার, রংপুর এর সহকারী পরিচালক আবেদ হোসেন।
বদরগঞ্জ উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আবুল কাশেম সরকার রচিত নির্ধারিত প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কবি ও নাট্যকার আশরাফুজ্জামান বাবু।
সাহিত্যের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক আলোচনা করেন বদরগঞ্জ সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক আফজাল হোসেন প্রামানিক, বিশিষ্ট লেখক, সম্পাদক, প্রকাশক ও বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা এর সাবেক আঞ্চলিক পরিচালক জনাব আব্দুল লতিফ প্রামানিক।
কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা প্রভৃতি রচনার কলাকৌশল এবং পদ্ধতিগত দিক নিয়ে লেখক কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাউনিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. শাশ্বত ভট্টাচার্য।
নাসিরুজ্জামান মিল্টন ও আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় বদরগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার কবি সাহিত্যিকরা সৃষ্টিশিল সাহিত্য পাঠে অংশ নেন।