পুরনো বন্ধুদের মনে পড়ে
বন্ধুরা স্মৃতি শেষের মোছামুছি
না ইচ্ছে জাগে
ভেবে মরে বড়জোর
বন্ধুরা বাহারি
কত—কত দেখা কাতর জড়িয়েছি দাঁড়ায়ে থেকে
কত—কত অভিমান
সেইসব অধিকার কবে তাহারা নিয়ে গেছে ধার
বলে গেছে ফিরিয়ে দেবার আশ্বাসে
পরে নিশ্চই দেখা হবে পথে থেমে—থেমে আবার
বন্ধুরা সেই থেকে সে—ই যে দহন
আনন্দ হরিহরে