মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বসন্তের হাইকু

অনিন্দ্য জসীম

৯ সেপ্টেম্বর, ২০২৩ , ১২:৫৯ অপরাহ্ণ

কোকিল ডাকে
সুগন্ধ পাখা মেলে
সকাল আঁকে

২.
মধুর সুর
যতোই কাছে ডাকে
ততোই দূর

৩.
শিমুল ফুল
লাল হয়ে ঝরছে
চৈত্র আকুল

৪.
পাতার ফাঁকে
কুহু কুহু দুজন
কে মনে রাখে