মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বাজার দরে

মজনু মিয়া

৩ জুন, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ

বাজার দরে

বাজার গেলে দেখা মেলে

বাজারজুড়ে আগুন,

ফুল ফুটুক আর না-ই ফুটুক

যেমন আসে ফাগুন।

তেল পিঁয়াজ আর আটা চিনি

মরিচ কিংবা আলো,

কোনোকিছুই কম যায় না

দিন যায় না ভালো।

ঘুরতে ঘুরতে বাজার গিয়ে 

শরীর ভিজে ঘামে,

পকেট খালি তালি বালি 

জিনিসপত্রের দামে।