মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বিদ্রোহী নজরুল

আবু হানিফ জাকারিয়া

২৩ সেপ্টেম্বর, ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ

বাংলার কবি বাংলার রবি
বাংলার বুলবুল।
বাংলা ভাষারই শ্রেষ্ঠ কবি
বিদ্রোহী নজরুল।

দ্রোহের কবি সাম্যের কবি
কবি মানবতার।
ধর্মের কবি শান্তির কবি
সৃষ্টি জানব তাঁর।

দুখী কবি এতিম কবি
দুঃখ অনেক মনে।
সুখের দেখা পায়নি কবি
জানে তা ক’জনে?

সাতাত্তর বছরের জীবন তাঁর
বিয়াল্লিশ ছিল সক্রিয়।
বাকীটা জীবন নির্বাক নিশ্চল
মাথাটাই ছিল নিষ্ক্রিয়।

তবুও কবির সৃষ্টি গুলো সব
অমর হয়ে আছে এখনো।
বাংলা সাহিত্যে সেরা তাঁর লেখা
ভুলবে কি কেউ কখনো?