বাংলার কবি বাংলার রবি
বাংলার বুলবুল,
বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি
বিদ্রোহী নজরুল।
দ্রোহের কবি সাম্যের কবি
কবি মানবতার,
ধর্মের কবি শান্তির কবি
সৃষ্টি জানব তাঁর।
দুখী কবি এতিম কবি
দুঃখ অনেক মনে,
সুখের দেখা পাননি কবি
জানে তা কজনে?
সাতাত্তরের জীবনটা তার
বিয়াল্লিশ বছর সক্রিয়।
বাকিটা জীবন নির্বাক ছিল
মাথাটা ছিল নিষ্ক্রিয়।
তবুও কবির সৃষ্টিগুলো
অমর আছে এখনও
বাংলা সাহিত্যে সেরা তাঁর লেখা
ভুলবে কি কেউ কখনও?