মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বীরপুত্রের কবিতা

বিজয় আহমেদ

২৬ আগস্ট, ২০২৩ , ১১:২৩ অপরাহ্ণ

আমি তোমার পুত্র লাগি যদি
ডেকো আমায় ‘রে যাদুকাটা নদী।’

তোমার গলে হিরার মালা হবো
সারাজীবন কোলেতে চেপে রবো।

কাজল কালো মুচকি হাসি রূপে
মাঝ বিলেতে রইব ফুটে ফুল;
চাইলে হবো খোঁপায় বসা ব্যাঙ
বৃষ্টি ছুঁয়ে গাইব ঘ্যাঙ ঘ্যাঙ।

বাথান মানে দূর রাজ্য এক
রুই মাছের চোখের মত শাদা
আয়না মানে নদীর পানি জানি
টলায়মান গগন বুকে পুষি।

ষাঁড়ের পিঠে ভীষণ দূরে যাই
শাপলাফলে ক্ষুধা খানিক মেটে
রৌদ্র যদি সোনার বেশে ঝরে
পথেই পাবো যমজ কোনো ভাই।

লালচে গাভীর দুগ্ধ চুরি করে
পোহাবো রাত সজাগ টেনে ভোরে।

ভাবো আমায় বন্য যদি আর
করতে চাও ত্যাজ্য মত কিছু
পুত্র আমি বীরের মত রাগী
আমি কি আর ছাড়বো তোর পিছু;