মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বৃষ্টিস্নানের গান

বাদল রহমান

৩ জুন, ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ

বৃষ্টিস্নানের গান

সেদিন তুমুল বৃষ্টি ছিল দুপুরে

আমরা দুজন স্নান সেরেছি পুকুরে

চঞ্চুতে জল নেমেছে ঝমঝমানি সুরে।

তুমি আছ আঁখিপাতে

মন বলে তুমি আজ কোন সুদূরে।